১৮ জানুয়ারি ২০২৫ ইং রোজ শনিবার সিলেট সুবিদ বাজারস্হ সিলেট প্রেস ক্লাবে কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ সিআরবি সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত “একজন ভোক্তা অধিকার কর্মীর দায়িত্ব /কর্তব্য শীর্ষক আলোচনা ও সিলেট জেলা শাখার অভিষেক এবং পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সিআরবি সিলেট জেলা শাখার সভাপতি মোহাম্মদ শরীফ আহমদ এর সভাপতিত্বে ও সিআরবি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রিমন এর পরিচালনায় অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হযরত মাওলানা ক্বারি ওমর ফারুক।
সিআরবি সিলেট জেলা শাখার সভাপতি মোহাম্মদ শরীফ আহমদ এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে নির্দিষ্ট বিষয়ের আলোচনা পেশ করেন- দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর প্রফেসর ডা.মুহাম্মদ ইসলাম উদ্দিন।
তিনি বলেন, কেউই আইনের উর্ধে নয়, যেখানেই ভোক্তাদের অধিকার লঙ্ঘন হবে সেখানেই আপনারা ক্রেতা সুরক্ষা আন্দোলনের কর্মীরা ঝাপিয়ে পড়বেন। আপনাদের মধ্যে যারা আইনজীবী আছেন তাদেরকে সংশ্লিষ্ট আইনের ধারাগুলো নিয়ে ভোক্তা কর্মীদের দক্ষতা বাড়াতে অগ্রনী ভুমিকা পালনে সচেষ্ট হতে হবে। এতে সংগঠনের মান বৃদ্ধি পাবে আর কাজের ক্ষেত্রেও প্রভাব বিস্তার করবে বলে আমি আশাবাদী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব ইকবাল আহমদ তাপাদার।
সাবেক পৌর মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, সিআরবি একটি স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট তথা সারা বাংলাদেশে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে,আমরা সবাই ভোক্তা। কেউ যদি সরকার নির্ধারিত মূল্য ও বিএসটিআই অনুমোদন ছাড়া পণ্য বিক্রয় করে তাহলে তাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে, প্রতিটি কাজকে আমরা ইবাদত হিসেবে মূল্যায়ন করতে হবে। এক পর্যায়ে আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১,২ও ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর সম্ভাব্য প্রার্থী হিসেবে সিআরবি সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আলীমা ক্বারিয়াহ্ খাদিজা আক্তার সেলিনা কে পরিচয় করিয়ে দেন সিআরবি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রিমন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মা: ঈসা তালুকদার, মাজেদ চৌধুরী, হাসান চৌধুরী রুহেল, আমিরুল ইসলাম, মো: রাজন মিয়া, এডভোকেট মা: মইনুল ইসলাম। আব্দুল্লাহ আল হেলাল, মো: আব্দুল ওয়াদুদ, মুহিম আহমদ মঞ্জুর, আরমান আহমদ, আব্দুল বাছিত রিমন, বিপ্লব পাল, কয়েদ আহমদ চৌধুরী পাবেল, জালাল আহমদ,রোজিনা বেগম,খাদিজা আক্তার সেলিনা, রুহেনা আক্তার, আবু বক্কর সিদ্দিক, ফাতাউর রহমান, নোমান উদ্দিন রিপন, নো: কাউসার আহমদ, জামাল আহমদ প্রমুখ।- প্রেস বিজ্ঞপ্তি