সম্প্রতি জগন্নাথপুর উপজেলা দিয়ে প্রবাহিত কুশিয়ারা নদী থেকে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারী প্রতিষ্ঠান অবৈধভাবে বালু উত্তোলন করছে বলে একটি কুচক্রীমহল বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। প্রকৃতপক্ষে আমাদের লোকজন কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলন করছে না। প্রকৃত সত্য হলো, খননকৃত বালু মৌলভীবাজারের মনু নদীর ইজারাকৃত মহলের কাছ থেকে বৈধভাবে নৌকা দিয়ে জগন্নাথপুরের কুশিয়ারা নদীতে আনা হয়। সরকারি কাজে এই বালি জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ভাঙাবাড়ি ও আশারকান্দি ইউনিয়নের বড় ফেছি এলাকার নদী ভাঙ্গন কবলিত স্থানগুলোর জন্য ব্লক নির্মাণ ও জিও ব্যাগের জন্য সরবরাহ করা হচ্ছে। আমাদের বিরুদ্ধে কুচক্রী মহলের মানহানিকর পায়তারার তীব্র প্রতিবাদ জানাই।
বিবৃতিতে- ভাঙাবাড়ি ও বড় ফেছি এলাকার বালু সরবরাহকারীগণ