সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে ফেব্রুয়ারিতে দেওয়া আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি নিয়েছে জগন্নাথপুর পৌর ছাত্রদল।
শুক্রবার বিকাল (৩১ জানুয়ারি ২৫) দিকে পৌর শহরের পৌর পয়েন্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই অবস্থান কর্মসূচি নেয়। এসমম পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমদ সভাপতিত্বে পৌর ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসেন তুহিনের পরিচালনায় বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসাইন, যুগ্ম আহবায়ক মারজান আহমদ, আরো উপস্থিত ছিলেন জগন্নাথপুর কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক জায়েদ হোসেন, ৮নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ, সহ সভাপতি রাজু আহমদ, ৫নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম, সাধারণ সম্পাদক ৩নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, ৬নং ওয়ার্ড ছাত্রদলের প্রচার সম্পাদক জমশেদ আহমদ, ৯নং ওয়ার্ড ছাত্রদল নেতা সুয়েব আহমদ প্রমুখ।
পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমদ বলেন, যতদিন ধরে স্বৈরাচার আওয়ামী লীগের জুলাই হত্যার বিচার না হওয়া পর্যন্ত কোন কর্মসূচি করতে দেওয়া যাবে না।- প্রেস বিজ্ঞপ্তি