নিজস্ব প্রতিবেদকঃ
প্রবাসীদের অর্থায়নে জগন্নাথপুর উপজেলার লোহারগাঁও গ্রামবাসীর উদ্যোগে বিরাট আকর্ষনীয় ২য় ফুটবল টুর্নামেন্ট ২০২৫ শুরু হয়েছে।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় জয় পেয়েছে লোহারগাঁও ফুটবল ক্লাব।
শনিবার (৮ ফেব্রুয়ারি ) বিকেল ৩ টায় লোহারগাঁও ফুটবল ক্লাবের আয়োজনে উপজেলার ২ নং পাটলী ইউনিয়নের লোহারগাঁও নতুন বাজার মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
প্রথম দিনে খেলায় লোহারগাঁও ফুটবল ক্লাব নুনু একাডেমি তাজপুর, ওসমানীনগরকে পরাজিত করে। এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
লোহারগাঁও ফুটবল ক্লাব ও ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ সুলেমান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ আবু হোরায়রা ছাদ।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া হোসাইন এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া। ধারাভাষ্যে ছিলেন- জুয়েল আহমদ।
উপস্থিত ছিলেন- প্রবাসী বকুল মিয়া, ইমান আলী, সেলিম মিয়া, সালেহ আহমদ, শাহজাহান হোসাইন, আলজার উ, মানিক মিয়া, লিলু রহমান, লোহারগাঁও ফুটবল ক্লাব ও ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ সুলেমান আলী, উপজেলা যুবদলের রাসেল বক্স, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া হোসাইন, গ্রামের সালিশী ব্যক্তিত্ব মোঃ হারিছ আলী, সাবেক ইউপি মেম্বার নেছাফর আলী, কাচা মিয়া, আব্দুল কাদির, গিয়াস উদ্দিন, ফুল মিয়া, তাহিদ মিয়া, আব্দুল মছব্বির, আব্দুল বাছির, কাজল মিয়া, সৈয়দ ইব্রাহিম, আলী হোসেন, নুরুল হোসেন, আনোয়ার হোসেন, তছকির আলী, সুন্দর আলী, সৈয়দ ইব্রাহীম, ইমরান আলী, সাবেক মেম্বার নেছার আলী, রুহুল আমিন, হারুন রশিদ, আদর মিয়া, আফসর আলী, সৈয়দ জাহির আলি, আনসার আলি, জমির আলি, হুসাইন আহমেদ, গোলাম রাব্বানী প্রমুখ।