নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের লোহার গাঁও নতুন বাজারের মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে আরশ আলী (৬০) ও তার পুত্র আলা উদ্দিন (২০) গুরুতর আহত হয়েছেন।
গুরুতর আহত অবস্থায় আরশ আলীকে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরে তাকে সিলেটে এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।
আজ (শনিবার ৮ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে তিনটার সময় লোহার গাঁও খেলার মাঠে এই ঘটনা ঘটে। কে বা কারা এ ঘটনা ঘটায় জানা যায়নি। তবে জানা যায়, আরশ আলী স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।
এ বিষয়ে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক সাকিব আহমেদ বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।