জগন্নাথপুর প্রতিনিধিঃ
জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা ব্রিটিশ বাংলাদেশী হুজ’হু, বাংলা মিরর ও অনলাইন পোর্টাল ‘সিলেট মিরর’ এর সম্পাদক আব্দুল করিম গনি-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রোববার ( ৯ ফেব্রুয়ারি) বাদ মাগরিব অনলাইন পোর্টাল জগন্নাথপুর টুয়েন্টিফোর এর পক্ষ থেকে জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও জগন্নাথপুর টুয়েন্টিফোর সম্পাদক প্রথম আলো প্রতিনিধি অমিত দে এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন- চ্যানেল আই’ র বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক।
বিশেষ অতিথি ছিলেন- দৈনিক সংবাদ এর সিনিয়র রিপোর্টার রাকিব উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাবেক
যুগ্ম সম্পাদক আহমাদ সেলিম, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার আনাস হাবিব কলিন্স, এনামুল হক রেনু, দৈনিক আমার দেশ এর সিলেট অফিসের স্টাফ করেসপন্ডেট শহিদুল ইসলাম।
বক্তব্য রাখেন- জগন্নাথপুর প্রেসক্লাব কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন, সিলেট ভিউ’র রিপোর্টার কামরুল ইসলাম মাহি।
উপস্থিত ছিলেন- জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক ও কালের কন্ঠ প্রতিনিধি আলী আহমেদ, কালবেলা প্রতিনিধ গোবিন্দ দেব, আজকের পত্রিকা প্রতিনিধি জুয়েল আহমেদ, মানবজমিনন প্রতিনিধি সুমিত রায়, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের রিপোর্টার রুম্মান মিয়া প্রমুখ