নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পায়রা উড়িয়ে ও মশাল প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় কর্তৃক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটি প্রাক্তন সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী মোঃ সিতাব খাঁন, মোঃ আবুল মহসিন হিরা, মোঃ আছকির খাঁন, সমাজসেবক ও শিক্ষানুরাগী প্রবাসী মোঃ ছমরুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ তাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মোঃ আব্দুল বাশির।
শুরুতেই পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ সুমা বেগম। গীতা পাঠ করেন ধ্রুবজিৎ সেন।