নিজস্ব প্রতিবেদকঃ হবিবপুর- কেশবপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক সহকারী অধ্যাপক মুফতি মাওলানা মো: গিয়াস উদ্দিন (৬৫) ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সকাল ৬ টায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতাল ইন্তেকাল করেন।
তিনি জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই (মাঝের বাড়ি) বাসিন্দা।
প্রয়াত মুফতি মাওলানা গিয়াস উদ্দিনের একমাত্র সন্তান হাবিব রহমান যুক্তরাজ্য থেকে দেশে আসার পর শনিবার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
মুফতি মাওলানা মো: গিয়াস উদ্দিনের ইন্তেকালে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ জানানো হয়। শোক প্রকাশকারীরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার ও পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।