নিজস্ব প্রতিবেদকঃ
সিলেট বিভাগ কর্তৃক জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মসূচির অংশ হিসেবে সিলেট বিভাগীয় শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এওয়ার্ড -২০২৪ এর প্রথম স্থান অর্জন করেছে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
গত ১৩ এপ্রিল সকাল ১০টায় সিলেটের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়ে পুরস্কার প্রদান করেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ আনিছুর রহমান।
পুরস্কার গ্রহণ করেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: কৃপেশ রঞ্জন রায়, বর্তমান সিভিল সার্জন ডা: জসিম উদ্দিন ও সাবেক সিভিল সার্জন ডা: আহমদ হোসেন।
এই অসামান্য কৃতিত্বের জন্য জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: কৃপেশ রঞ্জন রায় জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা ও কর্মচারীকে প্রাণঢালা অভিনন্দন জানান।
পাশাপাশি কৃতজ্ঞতা জানান, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: শারমিন আরা ও ডা: মধুসূধন ধরকে।