নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার পূর্ব ভবানীপুর গ্রামে পরিকল্পিতভাবে ঘরে গিয়ে হামলার ঘটনায় প্রধান আসামী এনাম মিয়া (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে জগন্নাথপুর থানা থেকে ওই আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এনাম মিয়া পূর্ব ভবানীপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
জায়গা সম্পত্তির বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জেরে বৃহস্পতিবার (০৭ মে) সন্ধ্যায় এনাম মিয়ার নেতৃত্বে মৃত আব্দুল কালামের বসতঘরে হামলা চালানো হয়। হামলায় মৃত আব্দুল কালামের স্ত্রী দিলারা বেগম, মেয়ে লাভলী আক্তার, ইয়াছমিন আক্তার মৌ, লাকী বেগম, লাভলী আক্তার আহত হন।
আহতদের মধ্যে দিলারা বেগম ও ইয়াছমিন আক্তার মৌ কে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যান্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে এ ঘটনায় লাভলী আক্তার বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, হামলার ঘটনায় জড়িত প্রধান আসামী এনাম মিয়া থানায় আসলে আমরা তাকে গ্রেফতার করি। বাকি আসামীদের গ্রেফতার করতে আমরা তৎপর।