নিজস্ব প্রতিবেদকঃ
পতিত স্বৈরাচার ফ্যাসিস্টের দোসর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের সন্ত্রাসীরা জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবিরের উপরে তার নিজ গ্রামে রাতের অন্ধকারে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করায় তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার আহবান জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। অন্যতায় আগামী ২৩ আগস্ট ২৫ইং শনিবার সকাল ১১ ঘটিকার সময় জগন্নাথপুর পৌর পয়েন্টে জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জগন্নাথপুরের সর্বস্থরের শান্তিপ্রিয় ছাত্র জনগণকে নিয়ে এক মানব বন্ধনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিবৃতিদাতারা হলেন সুনামগঞ্জ দায়রা ও জেলা জজ আদালতে পিপি, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, সুনামগঞ্জ দায়রা ও জেলা জজ আদালতে এডিশনাল পিপি এডভোকেট জিয়াউর রহিম শাহিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন আহমেদ, যুগ্ম-আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমেদ, যুগ্ম-আহবায়ক আব্দুস সোবহান, যুগ্ম-আহবায়ক হাজি সুহেল আহমদ খান টুনু, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশিদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সহ নেতৃবৃন্দ৷
উল্লেখ্য, গত শনিবার রাত সাড়ে ৩ টায় রোগী দেখে বাড়ি ফেরার পথে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর বাজারের নিকটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির ( ৩০)।