নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার বাদাউড়া গ্রাম থেকে হরমন দাস (৬৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে। হরমন দাস ওই গ্রামের মৃত মঞ্চুরী দাসের ছেলে।
হরমন দাসের স্ত্রী অর্চনা রানী দাস জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে প্যারালাইজড সহ অসুস্থ ছিলেন। বুধবার দুপুরে সাড়ে ১২ টার দিকে কাপড় ধুতে তিনি পুকুরে যান। ঘরে গিয়ে তার স্বামীকে না পেয়ে খোঁজাখুঁজি করে দেতে পান ঘরের সাথে সংযুক্ত টয়লেটের ছাঁদের বাঁশের সাথে শাড়ি কাপড়ের ডোরার রশি দিয়ে ঝুলে আছেন।
খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, ময়না তদন্তের জন্য লাশটি সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।