নিজস্ব প্রতিবেদকঃ
জরায়ূ ক্যান্সার প্রতিরোধ টিকা দেয়ার পর অসুস্থ হওয়া সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা সদরে অবস্থিত আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের ছাত্রী দীনা এখন সম্পুন্ন সুস্থ ।
মঙ্গলবার ওসমানী হাসপাতালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সিলেট বিভাগীয় কো- অর্ডিনেটর ড. খালেদ দীনা কে দেখতে যান।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আরা আশা মুঠোফোনে জগন্নাথপুর ভিউ-কে জানান , দীনার সাইকোজেনিক হাই পারভেন্টিলেশন সিন্ড্রোম হয়েছিল। সেটা শ্বাস কষ্টের মতো হয়, ভয় পেলে বা টেনশন হলেই বেড়ে যায়। টিকা দেয়ায় তার কোন সমস্যা হয়নি বলেও চিকিৎসক জানান।