নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে অটোরিকশা মিশুক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে রাকেশ রায় (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন এবং সিএনজি চালক সহ ৭ জন আহত হয়েছেন।
নিহত বৃদ্ধ হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর উপজেলার উমেদ নগর গ্রামের মৃত রায় মোহন রায়ে পুত্র।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ২ টার সময় পাগলা-জগন্নাথপুর- আউশকান্দি আঞ্চলিক মহাসড়ক এর জগন্নাথপুর অংশে গন্ধবপুর শেখ পাড়া মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, যাত্রীবাহী সিএনজির সাথে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা অটোরিকশা মিশুক এর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সিএনজি যাত্রী ওই বৃদ্ধ ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া জানান দুর্ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হয়।