নিজস্ব প্রতিবেদকঃ
জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ্র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহীম ভুঞা সা-আধ, ওসি ( তদন্ত) মোঃ জয়নাল হোসেন, জগন্নাথপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক ও জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অভিভাবক কমিটির সভাপতি মোঃ সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ,রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ মোঃ ছদরুল ইসলাম, ছিলাউরা হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, পাটলী ইউপি চেয়ারম্যান আঙ্গুর মিয়া, উপজেলা ফুড অফিসার মোঃ শাহাব উদ্দিন প্রমুখ।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্হিতি নিয়ে আলোচনা করা হয় এবং জগন্নাথপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্হিতির উন্নয়ন ও অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ভাবে কাজ করার আহবান জানানো হয়।