আমিনুল হক সিপনঃ
অবশেষে সুনামগঞ্জের জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ সেতুর ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। এতে জগন্নাথপুরবাসীর দুর্ভোগের অবসান হচ্ছে। কয়েকদফা পেছানোর পর সর্বশেষ জুন মাসে সেতুটি দৃশ্যমান হওয়ার সময়সীমা ছিল কিন্তু মাসের পর মাস কচ্ছপ গতিতে চলায় সীমাহীন দুর্ভোগে স্থানীয়রা।
এলজিইডি জানিয়েছে, ইতোমধ্যে সেতুর ৬০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। বাকী ৪০ ভাগ কাজ শেষ হলে ২০২৫ সালের মার্চ মাসে সেতুটি পুরোদমে দৃশ্যমান হবে। স্ল্যাবের কাজ শেষ হলে জানুয়ারি মাসে সেতুর ফুটপাট উন্মুক্ত হবে।
সরেজমিনে শনিবার রাতে জগন্নাথপুর খাদ্য গুদাম সংলগ্ন স্থানে দেখা যায়, রাতে সিলেট থেকে আনা রেডিমিক্স মশলা দিয়ে নলজুর নদীর ওপর নির্মাণাধীন আর্চ সেতুর বিম ও গার্ডার ঢালাই করা হচ্ছে । রাত সাড়ে ১২ টার দিকে ঢালাইয়ের কাজ শুরু হয়।
এলজিইডি জানায়, সেতুর ২৫ টি ক্রস গার্ডারের মধ্যে শনিবার রাত থেকে সকাল পর্যন্ত ৯টি গার্ডারের ঢালাই সম্পন্ন হয়।
জানা যায়, ২০২৩ সালের মার্চে রাজধানীর হাতির ঝিলের আদলে জগন্নাথপুর পৌরশহর দিয়ে প্রবাহিত নলজুর নদীর ওপর দৃষ্টিনন্দন আর্চ সেতুর নির্মাণ কাজ শুরু হয়। এ ব্যয় ধরা হয় ১৩ কোটি ৪২ লাখ ৮২ হাজার ৫০০ টাকা। ৬০ মিটার দৈর্ঘ্য ও ১১.২৫ মিটার প্রস্থের এলজিইডি’র সবচেয়ে বড় স্থাপনা। এর ঠিকাদারী প্রতিষ্ঠান কিশোরগঞ্জের ভাটি বাংলা এন্টারপ্রাইজ। ২০২২ সালের ২৪ জানুয়ারি জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটি একনেকে অনুমোদন পায়।
সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, দেশে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে আর্চ সেতু নির্মাণ কাজে গতি পায়। বিভিন্ন সময় সেতুর কাজ থেমে যাওয়ার মূল কারণ ছিল ফান্ড সমস্যা। ইতোমধ্যে ফান্ড রিলিজ হয়েছে। সম্প্রতি টেকনিক্যাল কারণে কয়েকদিন সেতুর কাজ বন্ধ ছিল। আর প্রতিবন্ধকতা না থাকায় আগামী বছরের মার্চ মাসে সেতুটি দৃশ্যমান হচ্ছে। তবে স্ল্যাবের কাজ শেষ হলে জানুয়ারি মাসে ফুটপাতের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
এদিকে, আর্চ সেতু নির্মাণে বিলম্ব হওয়ায় জরাজীর্ণ ডাকবাংলো সেতু ও ঝুঁকিপূর্ণ ডাকবাংলো সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ঝুঁকি এড়াতে সেতুর ওপর একসঙ্গে উভয়মুখী যান চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এতে মাসের পর মাস ভোগান্তিতে উপজেলার লাখো মানুষ। পক্ষান্তরে, ভারি যানবাহনের চাপে ক্ষতিগ্রস্থ ডাকবাংলো সেতু ভয়াবহ ঝুঁকিতে।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন বলেন, আগামী বছরের মার্চ মাসে আর্চ সেতু পুরোপুরি দৃশ্যমান হবে। ২৬ শে স্বাধীনতা দিবসে সেতুটি উদ্বোধন হওয়ার সম্ভাবনা। তবে জানুয়ারি মাসে সেতুটির ফুটপাত উন্মুক্ত হবে। এতে দুর্ভোগ কমবে জগন্নাথপুরবাসীর।