1. info@jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ : জগন্নাথপুর ভিউ
  2. info@www.jagannathpurview.online : জগন্নাথপুর ভিউ :
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "জগন্নাথপুর ভিউ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :

সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা মহাসড়কে দুর্ধর্ষ ডাকাতি 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে যাত্রীবাহী ২টি বাসসহ ৪টি গাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।  ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন নিয়ে যায়। এ সময় ডাকাতের হামলায় কয়েকজন  যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নে দারাখাই নামক স্থানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে ২০-২৫ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে গাছ কেটে একটি লরি গাড়ির গতিরোধ করে। পরে ওই লরিটি সড়কে মধ্যখানে রেখে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা দুটি যাত্রীবাহী বাসসহ (আল-মোবারক ও মামুন পরিবহন) চারটি গাড়ির চালক ও যাত্রীদের সর্বস্ব লুটে নেয়। এসময় হামলায় তিন-চারজন যাত্রী রক্তাক্ত হন।

যাত্রীবাহী বাসে থাকা মনির হোসেন আর্তনাদ করে বলেন, আমার বাবা ঢাকায় একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। বাবার চিকিৎসার জন্য প্রায় ১ লাখ ১০ হাজার টাকা নিয়ে ঢাকা যাচ্ছিলাম, সব নিয়ে গেছে।

আরেক যাত্রী রাসেল মিয়া বলেন, বাসে থাকা যাত্রীদের মোবাইলসহ সবকিছু নিয়ে গেছে। মহিলাদের কাছে স্বর্ণালংকারও ছিল। চালককে মারধর করা হয়েছে। গাড়িতে ভাঙচুরে অনেকে আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী আলী হোসেন নামের এক প্রাইভেটকার চালক বলেন, সামনে ৪-৫টি গাড়ি দাড়ানো দেখে ডাকাতির বিষয়টি বুঝতে পারি। তাই দ্রুত গাড়ি চালিয়ে কলকলিয়া বাজারে চলে যাই। এসময় ডাকাতরা আমার গাড়িতে হামলা করে বেশ ভাঙচুর করে। পরে কলকলিয়া বাজার থেকে স্থানীয়দের নিয়ে এসে ধাওয়া দিলে ডাকাতরা পালিয়ে যায়।

স্থানীয় যুবক জুবায়ের আহমদ বলেন, খবর পেয়ে আমরা স্থানীয় এলাকা বাসী ডাকাতদের ধাওয়া করি। অনেকে আহত হয়েছেন। চারটি গাড়ির সবার মোবাইল ফোনসহ সব কিছু নিয়ে গেছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমীন বলেন, যে স্থানে ডাকাতি সংঘটিত হয়েছে সেটা ছাতক থানার অধীন। এ ব্যাপারে ছাতক থানায় মামলা হয়েছে।

ছাতক উপজেলার জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কবির আহমদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। আমরা শুধু একটি গাড়িতে ডাকাতির বিষয়ে জানতে পেরেছি। ডাকাতরা যাত্রীদের বেশকিছু মালামাল নিয়ে গেছে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে। আমরা কাজ করছি।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© জগন্নাথপুর ভিউ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট