জগন্নাথপুর নিউজ ডেস্কঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জাসাস উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত
বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার একটি অভিজাত হোটেল এর সভাকক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জাসাস উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জাসাস এর যুগ্ম আহবায়ক বিশিষ্ট গীতিকার ও সঙ্গীত পরিচালক ইথুন বাবু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কারা নির্যাতিত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থ বিষয়ক সম্পাদক রাশেদুজ্জামান মিল্লাত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র বিএনপি নেতা ইন্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক রাশেদুজ্জামান মিল্লাত, বিএনপির মিডিয়া সেল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক জাসাস কেন্দ্রীয় সভাপতি রেজাবুদ্দৌলা, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের ভারপ্রাপ্ত সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।
পরে ২৪ এর জুলাই বিপ্লবে আহত পঙ্গু হয়েছেন তাদেরকে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। পরিশেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান।