নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শাহারপাড়া গ্রামে কামাল শেরওয়ান শাহ পরিষদ ট্রাস্ট কর্তৃক ৩ শতাধিক গরীব, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
গত বুধবার (২৬ মার্চ) দুপুরে গ্রামের শাহ প্যালেসে এই নগদ অর্থ বিতরণ করা হয়।
মাওলানা ইমরান হোসেন কামালীন পরিচালনায় নগদ অর্থ বিতরণকালে এসময় উপস্থিতি ছিলেন- শাহারপাড়া গ্রামের প্রবীণ মুরব্বী ও সাবেক পোষ্ট মাস্টার ছালিক মিয়া কামালী, প্রবীণমুরব্বী আতিকুর রহমান কামালী, জামাল মিয়া কামালী, সাংবাদিক আমিনুল হক সিপন, বিপ্লব নাথ দেব প্রমুখ।
উল্লেখ্য যে, ঐতিহ্যবাহী শাহারপাড়া গ্রামের শাহ প্যালেস নিবাসী যুক্তরাজ্য প্রবাসী শাহ শেরওয়ান মোহাম্মদ কামালীর পরিচালনায় তাদের পারিবারিক কামাল শেরওয়ান শাহ পরিষদ ট্রাস্ট প্রতিবছর মাহে রমজান ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে শাহারপাড়া গ্রামসহ বিভিন্ন স্থানের গরীব, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করে আসছে।