জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকা’র জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন রেজুওয়ান কোরেশী। সম্প্রতি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোরছালীন বাবলা স্বাক্ষরিত পত্রে তাকে নিয়োগ প্রদান করা হয়।
উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের হাজী মো: আজরফ হোসেন কোরেশীর তৃতীয় ছেলে হলেন রেজুওয়ান। তিনি দৈনিক জৈন্তাবার্তা উপজেলা প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুয়েন্টিফোরডটকম স্টাফ রিপোর্টার, সিলেটটুডে২৪ জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন । এছাড়া রেজুওয়ান কোরেশী জগন্নাথপুর প্রেসক্লাবের একজন সদস্য।
তাকে, পেশাগত দায়িত্ব পালনে সহকর্মী ও প্রশাসনিক কর্মকর্তাসহ শুভানুধ্যায়ীদের পরামর্শ এবং দোয়া কামনা করেন। দৈনিক প্রতিদিনের বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা প্রতিনিধির দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চেয়েছেন। নিউজ সংক্রান্ত বিষয়ে rajuanqureshi5@gmail.com ও, ০১৭১২৮০০৬৬৭ এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হলো।- বিজ্ঞপ্তি