শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার ২৯ তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার
সুনামগঞ্জ জেলা শাখার আওতাধীন শান্তিগঞ্জ উপজেলা শাখার বাছাইপর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) সকাল দশটা থেকে উপজেলার শতাধিক হাফিজে কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এতে চূড়ান্ত বিজয়ী মোট ২৮ জনকে সম্মাননা পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা সভাপতি হাফিজ জিয়া’র সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক হাফিজ হোসাইন আহমদ এবং ডুংরিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র হাফিজ আব্দাল হোসাইন এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন- সুনামগঞ্জ ৩ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি হাফিজ মাওলানা মফিজুর রহমান, জেলা সিনিয়র সহ সভাপতি হাফিজ নাজমুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন এর সিনিয়র সহ সভাপতি হাফিজ আব্দুল করীম, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সদস্য সচিব এম আব্দুল হাফিজ, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ মিছবাহ উদ্দিন, যুগ্ম সম্পাদক হাফিজ আনোয়ার হোসাইন প্রমুখ।