নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্লক-থ্রী সোসাইটি ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার সনদ প্রদান ও পুরস্কার বিতরণ করেছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় ১৪ নং মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা।
মোঃ মুহিবুর রহমানের উপস্থাপনায় আমেরিকা থেকে ভার্চুয়াল বক্তব্য দেন- সংগঠনের সদস্য মনির খান, যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল বক্তব্য দেন- সংগঠনের সদস্য বাবরুল হোসেন বাবুল।
বক্তব্য রাখেন- হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ ফারুক আহমদ, সনুয়াখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল বাকী, শিক্ষক প্রতিনিধি নুরুল হক, ওয়ারিদ উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাপ্পি রানী, ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাশিম, ইউপি সদস্য সাদিক আলম, মোহাম্মদপুর গ্রামের সালিসি ব্যক্তিত্ব গোলাম মোহাম্মদ সইল মিয়া, মজিদপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী মোঃ ছমির আলী।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও ট্যালেন্টপুলে ১ম স্থান অধিকারী শাফা আহমদ তানিশা।
সমাপণী বক্তব্য রাখেন- অনুষ্ঠানের ২য় পর্বের সভাপতি ও সংগঠনের সদস্য যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুল বারী। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন- পাইলগাঁও বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত করেন- হাফিজ ক্বারী মাওলানা মোঃ সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে ব্লক- থ্রী ইউনাইটেড সোসাইটির পক্ষ থেকে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ১০ জন ছাত্র-ছাত্রীকে পুরস্কার হিসেবে জন প্রতি নগদ ৫ হাজার টাকা ও সনদ প্রদান করা হয়। ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া সাধারণ বৃত্তিপ্রাপ্ত ২০ জন ছাত্র-ছাত্রীকে জন প্রতি নগদ ৩ হাজার টাকা ও সনদ প্রদান করা হয়।