নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশিষ্ট কলামিস্ট, লেখক, গবেষক ও সাংবাদিক সায়েক এম রহমান যুক্তরাজ্য থেকে স্বদেশ আগমনে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহ্স্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় জগন্নাথপুর প্রেসক্লাবের আয়োজনে ক্লাব মিলনায়তনে এ সংবর্ধনার অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু’র পরিচালনায় বক্তব্য রাখেন- সংবর্ধিত অতিথি সায়েক এম রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী রাজনীতিবিদ ও ট্রাস্টি এম এ কাদির, জগন্নাথপুর প্রেসক্লাব এর কোষাধ্যক্ষ আব্দুল হাই, যুগ্ম সম্পাদক অমিত দেব, জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের সিনিয়র সহ-সভাপতি মোঃ বশির মিয়া, বিএনপি নেতা কবি ও লেখক সালাউদ্দিন আহমেদ মিটু, জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমদ, জগন্নাথপুর প্রেসক্লাবের সদস্য জামাল উদ্দিন বেলাল, গোলাম সারোয়ার, আল আমীন।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর প্রেসক্লাব সদস্য আমিনুল হক সিপন, হুমায়ুন কবীর, হুমায়ূন কবীর ফরীদি, শাহ এসএম ফরিদ, গোবিন্দ দেব, আমিনুর রহমান জিলু, হিফজুর রহমান তালুকদার জিয়া, রেজওয়ান কোরেশি, সুমিত রায়, মিজান ও দোলন প্রমুখ।
বক্তব্য পর্ব শেষে সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন জগন্নাথপুর প্রেসক্লাব এর সদস্য মাছুম আহমদ।